Breaking News
Home / ভিডিও / অল্প বয়সে বিয়ে করার লাভ দেখে নিন, (১৮+) এর নিচে কেউ ভিডিওটি দেখবেন না.

অল্প বয়সে বিয়ে করার লাভ দেখে নিন, (১৮+) এর নিচে কেউ ভিডিওটি দেখবেন না.

X

একাই সুখ দুঃখ ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সেই বিয়ে করলে দুজনের জীবনের সবকিছুই ভাগ করে নেয়া যায় বলে মানসিক চাপটাও কম পড়ে।

# দুর্ঘটনাবশত অনেকেই বিয়ের সিদ্ধান্ত ঠিক নিতে পারেন না। তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে।

যদি অল্প বয়সে বিয়ে হয়ে অল্পেতেই ভেঙে যায় তাহলে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায় যা দেরিতে বিয়ে করলে পাওয়া সম্ভব হয় না।

# এগুলো তো গেলো সিরিয়াস বিষয়, এখন শুনুন আগে ভাগে বিয়ে করে ফেলার একটু অন্যরকম সুবিধাগুলো। আগে বিয়ে করে ফেললে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ’ ইত্যাদি বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।

About admin

Check Also

ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপীর চেয়েও ১০,০০০ গুন শক্তিশালী আদা, বলছে গবেষকরা – শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

X ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপীর চেয়েও ১০,০০০ গুন শক্তিশালী আদা, বলছে গবেষকরা – শেয়ার করে সবাইকে …