Breaking News
Home / বিনোদন / ‘চাচ্চু টু’তে অপুর জায়গায় পরী

‘চাচ্চু টু’তে অপুর জায়গায় পরী

Loading...

ঢালিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী নায়িকা অপু বিশ্বাসের জায়গা নিলেন বর্তমান সময়ের হিট নায়িকা পরীমনি। ২০০৬ সালে নির্মিত সিনেমা ‘চাচ্চু’ ছবির নায়িকা ছিলেন অপু বিশ্বাস। এবার সেই চাচ্চুর সিকুয়্যাল ‘চাচ্চু টু’র নায়িকা হলেন পরী।

এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু টু’ সিনেমার শুটিং শুরু হবে ডিপজল অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘এক কোটি টাকা’র পর। তবে এর আগেই নির্মাতা ওই ছবির নায়িকা হিসেবে পরীমণিকে বেছে নিয়েছেন। এবং কিছুদিনের মধ্যে চুক্তিবদ্ধ হবে পরীমনি।

বর্তমানে সিনেমা জগত থেকে একবারে আড়ালে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার চুক্তিবদ্ধ হওয়া অনেক সিনেমায় এখন বর্তমান সময়ের নায়িকারা অভিনয় করছেন।

এমনকি তাকে নিয়ে আর কোনো ছবি নির্মাণের আশা ছেড়ে দিয়েছেন জনপ্রিয় পরিচালকরা।

Loading...

About admin

Check Also

টাকার জন্য মানুষ যে কতটা খারাপ হতে, ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ।

Loading... টাকার জন্য মানুষ যে কতটা খারাপ হতে, ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না …