Wednesday , 2 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

জাপার ‘সিদ্ধান্ত গ্রহণে’ জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Eman Ahmed
November 2, 2022 9:35 pm

আজকের প্রতিবেদন

জাতীয় পার্টির (জাপা) সিদ্ধান্ত গ্রহণে দলের চেয়ারম্যান জি এম কাদেরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর দলীয় কার্যক্রম গ্রহণেও অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাপা থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা জিয়াউল হকের দায়ের করা এক মামলার শুনানি নিয়ে গত সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এ আদেশ দেন।

একই আদালতে আরেক মামলায় চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে বেআইনি ঘোষণার ডিক্রি চেয়েছেন দল থেকে অব্যাহতি পাওয়া আরেক নেতা মসিউর রহমান (রাঙ্গা)। জাপার প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে গত ১৪ সেপ্টেম্বর অব্যাহতি পাওয়া মসিউর রহমান ২৩ অক্টোবর মামলাটি করেন। আদেশে আদালত কেন দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না, সে ব্যাপারে তাঁকে কারণ দর্শাতে বলেছেন।

জিয়াউল হক গত ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০এর উপধারা ১(১) অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে। মামলায় জি এম কাদের ছাড়াও নির্বাচন কমিশনের সচিব, জাপার মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম দপ্তর সম্পাদককে বিবাদী করা হয়। জিয়াউল হক জাপা দলীয় সাবেক সংসদ সদস্য এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

জিয়াউল হক ও মসিউর রহমানের আইনজীবী গোলাম মাসুদ করিম প্রথম আলোকে বলেন, জি এম কাদের জাপার স্বঘোষিত চেয়ারম্যান। তিনি অন্যায়ভাবে তাঁর মক্কেল জিয়াউল হককে বহিষ্কারাদেশ দেন।

সর্বশেষ - বিনোদন