Wednesday , 2 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

বাসাবাড়ি ও পার্টিতে আইসের ‘হোম ডেলিভারি’ দেন তিনি

প্রতিবেদক
Eman Ahmed
November 2, 2022 9:46 pm

ঢাকার ওয়ারী থেকে গতকাল মঙ্গলবার ৫০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

ডিএনসি জানায়, চন্দন রায় নামের এই ব্যক্তিকে গত বছরের নভেম্বরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসায় নামেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত মাসে ঢাকার বনানী-বারিধারা-গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬১ গ্রাম আইসসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ চক্রের প্রধান চন্দন রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল বলেন, চন্দন রায় ডিগ্রি পাস করে একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করার সময় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। পরে চাকরি ছেড়ে লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিক সামগ্রী পাচার শুরু করেন। করোনার প্রাদুর্ভাবের সময় মালয়েশিয়ায় থাকা এক আত্মীয় ও নোয়াখালীর এক ব্যক্তির মাধ্যমে মাদকের কারবারে জড়ান তিনি। অভিজাত এলাকার তরুণ-তরুণীদের বাসায় ‘হোম ডেলিভারি’ দিতেন। এসব এলাকার বিভিন্ন পার্টিতেও নিয়মিত আইস সরবরাহ করতেন তিনি।

সর্বশেষ - বিনোদন