Wednesday , 2 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

বিএনপিকে দেখলে মানুষ মনে করে পেট্রোল বোমা নিয়ে আসছে : ওবায়দুল কাদের

প্রতিবেদক
Eman Ahmed
November 2, 2022 8:56 pm
বিএনপিকে দেখলে মানুষ মনে করে পেট্রোল বোমা নিয়ে আসছে : ওবায়দুল কাদের

বিএনপিকে দেখলে মানুষ মনে করে পেট্রোল বোমা নিয়ে আসছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদল হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হয়, এটাই কালচার হয়ে গেছে। শেখ হাসিনার সরকারে গাজীপুরের প্রকল্প, মেট্রোরেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেছে, এলিভেটেড এগিয়ে গেছে, কর্ণফুলী টানেল রেডি, কী চান আর? যে দিকে তাকান সেদিকে ফ্লাইওভার-আন্ডারপাস। একটি সরকার আর কত করতে পারে। বিএনপির সময় এ দেশে কী ছিল? জিরো ছিল। এ জিরো যে মানুষকে করে রেখেছিলেন, সেটা নিয়ে খেলা হবে।

dhakanewsbd.com

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর প্রকল্পে হঠাৎ করে একটি দুর্যোগ এসেছে, পানির লাইন খুবই খারাপ। এ  প্রকল্পকে গলারকাঁটাও বলেছি। স্বীকার করেছি। কিন্তু আপনাদের মধ্যে স্বীকার করার প্রবণতা নেই।  আমি প্রকাশ্যে বলেছি, এ প্রকল্পে ডিজাইনেও ত্রুটি ছিল, তাই সমস্যা হয়েছে। কিন্তু এখন তৈরি। আগামী ৬ নভেম্বর খুলে দেওয়া হবে।

 

বিএনপির সমাবেশে বাস ধর্মঘট প্রসঙ্গে তিনি আরও বলেন, বাস ধর্মঘট কেন হয়েছে বিএনপির শিমুল বিশ্বাসকে জিজ্ঞাসা করুন। সে শ্রমিক ফেডারেশনের নেতা। তাকে জিজ্ঞাসা করুন একটি বিবৃতি দেয়নি কেন। দিবে কীভাবে, বিএনপিকে দেখলে মানুষ মনে করে আগুন নিয়ে আসছে। পেট্রোল বোমা নিয়ে আসছে। বিএনপিকে দেখলে মনে করে ককটেল। এখন আবার লাঠিসোটার মধ্যে জাতীয় পতাকা। খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে। খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা বাস পোড়ানোর বিরুদ্ধে।

সর্বশেষ - বিনোদন