দক্ষিণ আফ্রিকার হারে সেমির সম্ভাবনা আরও বাড়ল বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই হার জমিয়ে তুলেছে গ্রুপ দুইয়ের সেমিফাইনাল প্রতিযোগিতা। টুর্নামেন্ট থেকে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হলেও শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেড়েছে পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের।
Somoy Tv News
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, কার্তিক ১৪২৯
সম্পূর্ণ নিউজ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপ
১৬ টা ৩৯ মিনিট, ৩ নভেম্বর ২০২২
দক্ষিণ আফ্রিকার হারে সেমির সম্ভাবনা আরও বাড়ল বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই হার জমিয়ে তুলেছে গ্রুপ দুইয়ের সেমিফাইনাল প্রতিযোগিতা। টুর্নামেন্ট থেকে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হলেও শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেড়েছে পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের।
গ্রুপ ২: পয়েন্ট টেবিল
দল ম্যাচ পয়েন্ট
ভারত ৪ ৬
দক্ষিণ আফ্রিকা ৪ ৫
পাকিস্তান ৪ ৪
বাংলাদেশ ৪ ৪
জিম্বাবুয়ে ৪ ৩
নেদারল্যান্ডস ৪ ২
২ নম্বর গ্রুপে প্রত্যেকটি দলেরই এখন একটি করে ম্যাচ বাকি। অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে ভারত জিতলে ৮ পযেন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে তারা। দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে তারাও পাবে সেমির টিকিট। কিন্তু ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজ নিজ ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের সুযোগ তৈরি হবে পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সামনে।
নিজ নিজ ম্যাচে জিম্বাবুয়ে ও বাংলাদেশ জিতলে ভারতের পাশাপাশি তিন দলের পয়েন্টই হবে ৬ করে। সেক্ষেত্রে সেমিফাইনালের দৌড়ে বিবেচিত হবে রানরেট। যারা এগিয়ে থাকবে, তারাই যাবে শেষ চারে। সেক্ষেত্রে ম্যাচ হারায় বাদ পড়বে পাকিস্তান, টাইগারদের বিপক্ষে জিতলে তাদের সামনেও সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার।
আবার জিম্বাবুয়ের বিপক্ষে ভারত জিতে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানের সামনে সেমির হাতছানি থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে নেদারল্যান্ডসের কাছে (যেটা অনেকটা অসম্ভবই)। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। ৫ পয়েন্ট নিয়ে বাদ পড়বে প্রোটিয়ারা।
হিসেব আরেকটা আছে। ভারত জিম্বাবুয়ের কাছে হেরে গেল, তখন সিকান্দার রাজাদের পয়েন্ট হবে ৫। আবার পাকিস্তানকে হারাল সাকিবরা, তখন টাইগারদের পয়েন্ট হবে ৬। ওইদিকে দক্ষিণ আফ্রিকাও হারল, অর্থাৎ তখনও প্রোটিয়াদের পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে পারবে লাল সবুজের প্রতিনিধরা।