Friday , 4 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

খোলা আকা‌শের নি‌চে হাজারো নেতাকর্মীর অবস্থান

প্রতিবেদক
Eman Ahmed
November 4, 2022 9:03 pm

ব‌রিশা‌লে বিএন‌পির বিভাগীয় সমা‌বে‌শকে কেন্দ্র করে এক‌দিন আগেই খোলা আকা‌শের নি‌চে অবস্থান নি‌য়ে‌ছেন বিভা‌গের ৬ জেলা ও উপ‌জেলা থে‌কে আসা নেতাকর্মীরা
এদিকে সমা‌বেশ উপল‌ক্ষে রা‌তের ম‌ধ্যেই প্রস্তুত করা হ‌য়ে‌ছে মঞ্চ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সমা‌বেশস্থ‌লে ভিড় জ‌মে যায়। মি‌ছিল নিয়ে নেতাকর্মীরা আস‌তে থা‌কেন সমা‌বেশস্থল বঙ্গবন্ধু উদ‌্যা‌নে। কা‌রও হা‌তে কম্বল, আবার কা‌রও হা‌তে বিছানা। রা‌তে অবস্থান নেয়ার জন‌্য সব প্রস্তু‌তি নিয়েই সমা‌বেশস্থ‌লে এ‌‌সেছেন তারা।

সমাবেশস্থলে আসা বিএনপির নেতাকর্মীরা জানান, সব কিছু বন্ধ থাকায় একদিন আগেই সমা‌বেশস্থ‌লে এসেছেন তারা। রা‌তে নিরাপত্তার জন‌্য তাবু টা‌নি‌য়ে থাকবেন। শনিবার সমা‌বেশ সফল করে বা‌ড়ি ফির‌বে
কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিণ ব‌লেন, আমা‌দের হাজার হাজার নেতাকর্মী সমা‌বেশস্থ‌লে অবস্থান নি‌য়ে‌ছে। সরকা‌রের কো‌নো বাধাই কা‌জে আসেনি। এরই মধ্যে বঙ্গবন্ধু উদ‌্যা‌নে সমা‌বেশ মঞ্চ প্রস্তুত করা হ‌য়ে‌ছে।
শুক্রবার রাত ১০টা পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সভা মঞ্চ পরিদর্শন করেন। এ সময় তারা সমাবেশ সফল করতে ও বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

বিএন‌পির বিভাগীয় সমা‌বেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হো‌সেন লিম‌ন ব‌লেন, ৫০ ফুট দৈর্ঘ‌্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হ‌য়ে‌ছে। ব‌্যানার টানানোর কাজও শেষ। এ ছাড়া সম‌া‌বেশস্থলসহ আশপা‌শে ১২০‌টি মাইক লাগা‌নো হ‌য়েছে।
কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিণ ব‌লেন, আমা‌দের হাজার হাজার নেতাকর্মী সমা‌বেশস্থ‌লে অবস্থান নি‌য়ে‌ছে। সরকা‌রের কো‌নো বাধাই কা‌জে আসেনি। এরই মধ্যে বঙ্গবন্ধু উদ‌্যা‌নে সমা‌বেশ মঞ্চ প্রস্তুত করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ - বিনোদন