Friday , 4 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে, ছাত্রলীগের মহড়া

প্রতিবেদক
Eman Ahmed
November 4, 2022 5:18 pm

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশাল পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে বরিশাল পৌঁছান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে বরিশালে প্রবেশ করেন তারা।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার ঠিক আগমুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ। এর আগে নগরীতে মিছিল করেছে ছাত্রদল।

মোটরসাইকেল মহড়ায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত। তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপি একটি ‘নাটকীয়’ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি করতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।
অপরদিকে বিকালে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে নগরীতে সমাবেশ সফল করতে মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে মিছিলটি করেন। ছাত্রদল, ছাত্রলীগ ও বিএনপি নেতাদের এমন অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশালে

সর্বশেষ - বিনোদন