Saturday , 5 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

পাকিস্তানকে হারানো ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

প্রতিবেদক
Eman Ahmed
November 5, 2022 3:01 pm

হারলে বিদায়, জিতলেও ভাগ্য সুতায় ঝুলে রইবে। তখন অলৌকিক কিছুর আশায় বুক বাঁধতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান একই বিন্দুতে দাঁড়িয়ে। ‘প্রায় অসম্ভব’ সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়ে অ্যাডিলেডে আগামীকাল সকালে সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

গ্রুপ ২-এ চারটি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট বাংলাদেশ-পাকিস্তানের। তবে সামগ্রিক রানরেটে এগিয়ে থাকায় তালিকার তিনে আছে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান চারে।
তবে পাকিস্তান নিজেদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে দেওয়ায় রানরেট নিয়ে ভাবতে হচ্ছে না তাদের। কাল বাংলাদেশের বিপক্ষে নিজেরা জিতলে এবং দক্ষিণ আফ্রিকা, ভারতের মধ্যে কোনো একটি দল ‘অঘটনের শিকার’ হলে শেষ চার নিশ্চিত হবে পাকিস্তানের।
শান মাসুদও জানেন, সেমিফাইনালের নাটাই এখন নিজেদের হাতে নেই। তবে বাংলাদেশকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চান ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
প্রথম দুই ম্যাচ হার সবার ঘুম কেড়ে নিয়েছে বলেও জানিয়েছেন মাসুদ, ‘দলের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। হার দুটি এতটাই প্রভাব ফেলেছিল যে ঘুম উধাও হয়ে গিয়েছিল। এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা দারুণ ব্যাপার ছিল।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই গেরো খুলেছে পাকিস্তান। ৪৩ রানের ৪ উইকেট হারানোর পরও মিডল অর্ডার ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৮৫ রানের পাহাড় গড়েছে। পরের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা অনায়াসে জিতেছে।
বাংলাদেশকে হারিয়ে আগের ব্যর্থতাগুলো ভুলতে চান মাসুদ, ‘আমরা নিজেদের জন্য খেলি, দেশের জন্য খেলি এবং গৌরব বয়ে আনতে খেলি। কে কী করছে, সেদিকে তাকানোর দরকার নেই। মাঠে গিয়ে আমাদের শুধু সেরাটা দিতে হবে। আমরা সেটাই করতে চলেছি। আগে যেটা অর্জন করতে পারিনি, সেটা পুষিয়ে দিতে চলেছি।’
সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ

সর্বশেষ - বিনোদন