Monday , 7 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

ইউরোপ লিগে প্লে অফে বার্সেলোনার মুখোমুখি ইউনাইটেড

প্রতিবেদক
Eman Ahmed
November 7, 2022 1:03 pm

এই নিয়মটি গতবার থেকে চালু করেছে উয়েফা। ইউরোপা লিগে আগে দ্বিতীয় রাউন্ডে ৩২টি দল খেলত। গতবার থেকে এই ধারা পাল্টে শেষ ষোলো নকআউট প্লে অফ পর্ব চালু করা হয়। ইউরোপা লিগের গ্রুপ পর্বের গ্রুপ রানার্সআপ আটটি দল এবং চ্যাম্পিয়নস লিগে প্রতিটি গ্রুপের তৃতীয় দল মুখোমুখি হবে এই প্লে অফ লড়াইয়ে।
মেসি ছাড়া বার্সা কিভাবে রুখে দেবে তা নিয়ে চিন্তায় আছে কোচ,মেসি ছাড়া যেনো বার্সেলোনা একবারে অচল হয়ে পরেছে
আসুন দেখে নেই নক আউট পর্বে কারা কারা আছে,

নকআউট প্লে অফে কে কার মুখোমুখি:

বার্সেলোনা–ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস–নঁতে

স্পোর্টিং লিসবন–মিতিউলান

শাখতার দোনেৎস্ক–রেনে

আয়াক্স–ইউনিয়ন বার্লিন

লেভারকুসেন–এএস মোনাকো

সেভিয়া:–পিএসভি

সালজবুর্গ–এএস রোমা

রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল, পিএসজির বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ। এবার পালা নকআউট পর্বের খেলা শুরুর। সোমবার (৭ নভেম্বর) নকআউট স্টেজের রাউন্ড অব সিক্সটিনের ড্র অনুষ্ঠিত হয়। যাতে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের দেখা হয়ে যাচ্ছে এবার রাউন্ড অব সিক্সটিনেই। অন্যদিকে কঠিন প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেরাও। শেষ ষোলোর লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।
কঠিন প্রতিপক্ষ পেয়েছে পিএসজিও। এইচ গ্রুপে রানার্স আপ হওয়ায় আনসিড পটে জায়গা পাওয়ায় অবশ্য কঠিন প্রতিপক্ষ পাওয়ার প্রবল সম্ভাবনা আগে থেকেই ছিল তাদের। হয়েছেও তাই। শেষ ষোলোয় মেসি-নেইমার-এমবাপ্পেদের প্রতিপক্ষ বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের লড়তে হবে বুন্দেসলিগা থেকে আসা আরবি লাইপজিগের বিপক্ষে।

নিয়ম অনুযায়ী দুটি পটে সিডেড ও আনসিডেড টিমদের রাখা হয়। গ্রুপ পর্বের চ্যাম্পিয়নরা জায়গা পায় সিডেড পটে। অন্যদিকে রানার্সআপ হওয়া টিমদের রাখা হয় আনসিডেড পটে। তবে প্রতিপক্ষ ঠিক করার সময় লক্ষ্য রাখা হয় একই গ্রুপের বা দেশের ক্লাব যেন প্রতিপক্ষ না

সর্বশেষ - বিনোদন