… লিখাটা একটু বড়! তারপরও কারো নজরে আসলে পড়ার অনুরোধ রইলো! এবং এটাও অনুরোধ রইলো যে, লিখাটা যে যেইভাবে পারেন ছড়িয়ে দিবেন! কারণ, একজন কুখ্যাত মানুষকে থামানোটা আমাদেরই দায়িত্ব!
নাম: আরাফাত চৌধুরী
পিতা: আবসার চৌধুরী
মাতা: কানিজ ফাতেমা!
ঠিকানা: হাউজ ৮২৬, রুপশা বেকারির মোড়, ঈদগাঁ, চট্টগ্রাম!
এবার আসি মূল পর্বে—
… আমার দেখা ফেসবুক ভিত্তিক যতো প্রতারক দেখেছি তারমধ্যে নিঃসন্দেহে ‘আরাফাত চৌধুরী’ সবার উপরে থাকবে!
মানুষকে বোকা বানিয়ে, নিজের মায়ের নাম বিক্রি করে কীভাবে প্রতারণা করা যায়, আমার ধারণা সবকিছু তার নখদর্পনে! সে প্রতারক মহলের একজন কুখ্যাত শিল্পী!
‘‘ইতিমধ্যেই সে মায়ের চিকিৎসার কথা বলে আনুমানিক ‘আড়াই কোটি’ টাকা হাতিয়ে নিয়েছে! এবং আজকের দিনসহ তার ব্যাঙ্ক হিসাব, বিকাশ, রকেট এবং নগদে ননস্টপ টাকা ঢুকছে!’’
২০১৫ সালের দিকে তুখোড় ক্ল্যাশ অব ক্ল্যান গেইম খেলতাম! তখন আমাদেরই এক পরিচিত ভাই’র মাধ্যমে আরাফাত আমার ক্ল্যানে আসে! কিন্তু ফেসবুক লিস্টে ছিলো বিধায় তাকে চেনা হয়নি!
তারপর তারই এক ক্লোজ ফ্রেন্ড আমাকে জানায় সে একজন প্রতারক! তাকে যেনো ক্ল্যান থেকে বের করে দিই! ব্যস, ঐ অবধি তার সম্পর্কে আমার জানাশোনা!
গত ২ দিন ধরে অনেকেই আমাকে আরাফাত সম্পর্কে অবগত করে! কিন্তু এ বছরের জানুয়ারি থেকেই আমি ওর সম্পর্কে মোটামুটি সবকিছু জেনেছিলাম! আমার সন্দেহ ছিলো সে শতভাগ প্রতারক! কিন্তু আজকে সবচেয়ে বেশি অবাক হলাম যে, আমার ক্ল্যানের সেই আরাফাতই আজকের এই আরাফাত!
আজকে বিকেলে আমি ওর আরেক বন্ধুর মাধ্যমে সবকিছু শিওর হয়েছি! তার ভাষ্যমতে, আরাফাত ছোটো থাকতেই প্রতারণার সাথে জড়িত! বিভিন্ন মহলে সে বলে বেড়াতো তার বাবা মারা গেছেন! সে একমাত্র সন্তান হিসেবে সংসার চালাতে পারছেন না!
অথচ ওর বাবা জীবিত! এবং WHO এর একজন কর্মকর্তা! থাকেন মোহাম্মদপুরের একটা ভিআইপি ফ্ল্যাটে! মাঝেমধ্যে তিনি চট্টগ্রামেও যান!
২০১৭ কিম্বা ১৮ সালে এই আরাফাত একবার জেলেও যায়! তখন সে ফটোগ্রাফি লাইনে ছিলো! পরিচিত বন্ধুবান্ধব এবং বিভিন্ন স্টুডিও থেকে ক্যামেরা হায়ার করে ওয়েডিং ফটোগ্রাফি করতো!
একদিন সে একটা স্টুডিও থেকে ৭/৮ টা ক্যামেরা নিয়ে যায় বড় একটা ইভেন্টের কথা বলে! কিন্তু সেই ক্যামেরাগুলো সে ৯ লাখ টাকায় সেল করে দিয়েছিলো! তারপর স্টুডিওর লোকজন ঘটনা জানতে পেরে তারে পুলিশে দিয়েছিলো!
তারপর কোর্টে চালান হয়ে কাশিমপুর কারাগারে বেশকিছুদিন ছিলো! পরে তার বাবা স্টুডিওর লোকজনকে টাকা ফিরিয়ে দিয়ে ছেলেকে মুক্ত করেছিলো! যদিও স্টুডিওর লোকজন প্রথমে রাজি হয়নি!
শুধু তা-ই না! সে বিভিন্ন মেয়েদের থেকেও নিজের অসহায়ত্বকে পুঁজি করে মোটা অঙ্কের টাকাপয়সা হাতিয়ে নিয়েছে! বর্তমানে সে মারাত্মকভাবে নেশায় আসক্ত একজন মানুষ!
আরো একটা মজার তথ্য হলো, আরাফাত নিজের বাবার সাইন নকল করেও অনেক প্রতারণা করেছিলো! যেগুলো সে তার বন্ধুদের সুনামের সাথে বলতো! এছাড়াও ওর অতীতের নানান কুকীর্তির ডক্যুমেন্টস আজ আমি পেয়েছি!
… এই তো গেলো আরাফাত এর অতীত হিস্ট্রি! এখন আসি ওর মায়ের চিকিৎসার ব্যাপারে!
আরাফাত এর মা কানিজ ফাতেমা আরো ৭/৮ বছর আগেই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন! এবং পারিবারিক প্রচেষ্টায় তিনি সুস্থ্যও হয়েছিলেন!
কিন্তু লোকমুখে শুনেছি তিনি আবারও অসুস্থ্য হন একই রোগে! যদিও পুরোপুরি কনফার্ম না যে, এখনো তিনি অসুস্থ্য কীনা!
যদি তর্কের খাতিরে ধরেও নিই তিনি অসুস্থ্য, তারপরও টাকার অভাবে তার চিকিৎসা কোনোভাবেই থেমে থাকার কথা না! কারণ, আরাফাতরা পারিবারিক ভাবেই অনেক স্বচ্ছল! তার বাসার আসবাবপত্র দেখেও অনেকে অবাক হবে! সেসব যদিও ভিন্ন আলোচনা!
আরাফাত এর নিজের মুখের বক্তব্য অনুযায়ী এই বছরের অগাস্ট মাসের ১০ তারিখ অবধি সে ৭১ লাখেরও অধিক টাকা কালেকশান করেছে! তারপরও নাকি তার মায়ের চিকিৎসা হয়না টাকার অভাবেই! হাস্যকর!!
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরাফাত কখনোই টাকার হিসেব ফেসবুকে সঠিকভাবে দেয়নি! শুধু মৌখিকভাবে জানাতো কতো টাকা লাগবে আরো!
যখনই তার দেয়া টার্গেট পরিপূর্ণ হয়ে যেতো, ঠিক তখনই সে আবারও নতুন করে আরেকটা টার্গেট নিয়ে পোস্ট দিতো! এবং সেই টাকাও যোগাড় হয়ে যেতো!
এভাবেই সে প্রায় ৪/৫ বছর ধরে মায়ের নামকরে প্রতারণা চালিয়ে যাচ্ছে! কিন্তু একটা মানুষও তাকে থামানোর উদ্যোগ নেয়নি! ব্যাপারটা খুবই দুঃখজনক!
আজ বিকেলেও সে আমার কয়েকজন ভাইব্রাদারের সাথে দেখা করবে বলেও দেখা করেনি! একেক সময় একেক কথা বলেছে! তবে আনন্দের বিষয় হলো, ইতিমধ্যেই এস এম আকবর ভাই’র একটা টিম তার বাসায় অবস্থান করছে! সুতরাং আরো ভয়ানক কিছুও আমাদের সামনে আসবে ফোর শিওর!
… সবশেষে একটা কথাই বারবার বলতে চাই যে, অনলাইনে কাউকে সহায়তা করতে হলে অবশ্যই অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করে নিবেন! একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে অবশ্য আমরা সহায়তা করবো!
কিন্তু অন্ধের মতো কাউকেই বিশ্বাস করবো না! আমরা যদি এখনো সংশোধন না হই তাহলে এমন হাজার হাজার লাখ লাখ আরাফাত এর জন্ম হবে অনলাইনে! যার দায় আমার, আপনার এবং সবার উপর যাবে!
!!কেইস ক্লোজড!!