আমদের আজকের প্রতিবেদন
ডিপ্রেশন নিজের সাথে লড়াই
ডিপ্রেশপ মানে বেঁচে থেকেও মরে যাওয়ার
একাকিত্ব হলেও প্রত্যেক টা মুহূত্য নিজের সাথে হেরে যাওয়া
ডিপ্রেশপ মানে একটু সুখ একটু শান্তি খুজার চেষ্টা কেনো আসে এই
ডিপ্রেশন জীবনে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটণা তোমাকে বারবার দংশন করতে থাকবে
Bbbb পরিস্থিতি দংশনে তুমি যখন একদম অসহায় ঠীক তখন তোমাকে শেষ করে দিতে আসবে এই ডিপ্রেশন
বিষন্নতা খুব খারাপ একটা জিনিস
একাকিত্ব সত্যিই কষ্টকর ও তোমাকে ওতো সহজে নিস্তার দেবে না বিষন্নতা একাকিত্ব ডিপ্রেশন একদিন হয়তো এদের সাথে লড়াই করতে করতে
তুমি ক্লান্ত হয়ে যাবে তখন
ডিসিশন নিয়ে ফেলবে তিলে তিলে নিজেকে না মেরে অত্যহত্য করাটাই ব্যটার
Bনিজেকে শেষ করে দেওয়াটাই সঠিক কিন্তু
তোমার গল্পটা শেষ গল্প নয়
তোমার সাথে জড়িতো অন্য মানুষ গুলো
মন নেবে খারাপ রাস্তাই
নিজেকে শেষ না করে নিজেকে পাথর বানাতে শেখো যে পাথর রোদ বৃষ্টি ঝোড় অটূট হয়ে দাড়িয়ে থাকবে
নিজেকে তৈরি করো একজন নির্ভিক যোদ্ধা হিসাবে এই পৃথিবীতে তোমার জীনের চেয়ে মূল্যবান জিনিস
আর কিছুই নেই যতোই খারাপ ঘটণা ঘটে যাক যতোই খারাপ পরিস্থিতি আসুখ না কেনো সেগুলো একদিন
শেষ হবেই ঘূর্ণিঝড় যতোই ক্ষতি করুক না কেনো ঝড়ের পরেদিন সকালে আমরা
কিন্তু টকটকে ঝখঝকে আকাশ দেখেছিলাম
অপেক্ষা করো সেই আকাশের জন্য
যেই আকাশে সূয্যের আলো ঝলমল করবে তুমি ভাবছো তুমি একাই কষ্টে আছো তুমি
একাই ডিপ্রেশনে আছো
আশেপাসে একটু খোজ নিয়ে দেখো
তোমার থেকে হাজার গুন খারাপ পরিস্থিতি থাকা স্যর্তেও ঠোটের কোনাই একটুকরা
হাসি নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে সুখে বেঁচে আছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সব থেকে বড়ো বিরক্ত
মাঠ ছেড়ে পালানোটা বিরক্ত নয়
থাক ডিপ্রেশন থাক কষ্ট
থাক একাকিত্ব শিখে নেও
কিভাবে বেঁচে থাকতে হয় একা জেনে নেও কিভাবে
একা লড়াই করতে হয় নিজেকে নিজে বলো আমি পারবো হ্যা আমি করে দেখাবো
বন্ধু অত্যহত্যটাই সমাধান নয়
নিজেকে নিজে সময় দেও
এই জীবন ইশ্বর দেওয়া খুবই মুল্যবান একটা উপহার সব থেকে সুন্দর উপহার হলো
তোমার আমার জীবন আর
এই জীবন তোমায় দ্বিতীয় বার সুযোগ দেবে না
তাই এই জঘন্য ডিষিশন টা নেওয়ার
আগে নিজেকে একটা প্রশ্ন করো কেনো
মূত্যই কী শেষ সমাধান অত্যহত্যার করার পর
সারা বিশ্ব জানবে তুমি একজন লুজার
যা নিজের জীবন টাকেউ টিকিয়ের
রাখার মতো ক্ষমতা নেই তুমি যদি একবার
নিজের সঙ্গ দেও যদি একবার
নিজেকে বলো লড়াই করবো দেখা যাখ
সামনে কি আছে তাহলে ডিপ্রেশনের মতো ফালতু জিনিস তোমাকে কোনোদিন হার
মানাতে পারবে না বন্ধু জানো তুমি কে তুমি একজন সুপার হিরো
বন্ধু লড়াই চলবে মাঠ ছেড়ে
পালিয়ে যেয়ো না
যদি লাইফ এ খুব প্রবলেম চলে আসে
তুমি ছদ্মবেশ ধারন করে দূরে কোথাও চলে যাও
বাট অত্যহত্যা করো না
তুমি সুপার হিরো আছো
তুমি সুপার হিরো ছিলে
তুমি সুপার হিরো থাকবো
ভালো থেকে
নিছেকে একটু সময় দিও…