#ফ্রিল্যান্সিং নিয়ে প্রতারনা ধানদাবাজি দেখুন..❓😪
– ফ্রি তে ফ্রিল্যান্সিং শিখতে চাইলে (ইনবক্সে)
– মাত্র ২০০ টাকায় কোর্ষ (ইনবক্সে)
– মাত্র ১০ দিনের কোর্সে হয়ে যাবেন ফ্রিল্যান্সার
– প্রতিদিন হবে ইনকাম (ইনবক্সে)
– প্রথম মাস থেকেই ইনকাম ১০০%( ইনবক্সে)
– মাসে ৭০০০-১২০০০ টাকা ইনকাম ১০০%( ইনবক্সে)
-অমুক ইনিস্টিউট একদম ফ্রি তে কোর্স দিচ্ছে জানতে চাইলে ইনবক্সে (ইনবক্সে)
-আর নয় বেকারত্ব রাতারাতি ফ্রিল্যান্সিং করে হয়ে যান কোটিপতি (ইনবক্সে)
-অমুক ইনিস্টিউটে ২০ জন নতুন ফ্রিল্যান্সার নিবে (ইনবক্সে) 🙂
-প্রথমেই বলি অনলাইনে অনেক ফ্রিল্যান্সার মার্কেটার আছে, যেমন আমি নিজেও ডিজিটাল মার্কেটার
সো কোনো মার্কেটার কখনও ফ্রিল্যান্সিং বা কোর্ষ এর জন্য আপনার কাছে টাকা চাইবে না (এটা মাথায় রাখবেন)
তারা শুধু ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে সাহায্য করবে ( No Taka)
এখন আসল কথা বলি
বাঙালি ভাই বোনেরা আপনারা এতো বোকা কেনো.?
ফ্রিল্যান্সিং যদি এতোই সস্তা এতোই ইজি আর এতোই রাতারাতি টাকা থাকতো তাহলে বাংলাদেশে বেকার জনসংখ্যা বলে কিছু থাকতো না 🙂
– এক একটি ইনিস্টিউট হাজার হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য দক্ষ টিচার রাখে কোর্স করানোর জন্য (সেখানে কিভাবে ফ্রি কোর্ষের আসা করেন)
– বড় বড় বেশির ভাগ ইনস্টিটিউট গুলো কোর্সের ফি রাখে (৫০০০-২০,০০০) হাজার এর মত মাঝে মাঝে অফার ফি কম হয়ে থাকে
কিন্তু ২০০ টাকায় আর ২০০০ হাজার টাকায় ফ্রিল্যান্সিং কোর্ষ কোনো ইনিস্টিউটের পক্ষে সম্ভব না
– যেখানে বড় বড় ইনস্টিটিউট গুলোতে নিম্নে ৩-৪ মাস কোর্ষ করিয়ে কাজ শিখায় সেখানে ১০-২০ দিনে আপনি কিসের কোর্ষ করবেন আর কি শিখতে পারবেন.?
– যেখানে ৩-৪ মাস কোর্সের পরেও অনেকে দক্ষ ফ্রিল্যান্সার হতে পারে না সেখানে প্রথম মাস থেকেই ইনকাম তাও ১০০%..?
-হ্যা অনেক ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে কাজ করার সুযোগ দেয় সেটা আলাদা বেপার,
– যদি ইনকাম এর কথা বলি
তাহলে ফ্রিল্যান্সিং কোনো চাকরি না যে মাসে আপনার নিদিষ্ট বেতন থাকবেই.।
– বাংলাদেশে এমন ফ্রিল্যান্সার আছে যে মাসে ১ লাখ টাকারও বেশি ইনকাম করে
আবার এমনও ফ্রিল্যান্সার আছে যে ১০ হাজার টাকাও ইনকাম করতে পারে না.
-ইনকামটা আপনার কাজের অভিজ্ঞতা আর দক্ষতার উপর নির্ভর করে আপনাকে বসিয়ে বসিয়ে কেও টাকা দিবে না,
-আপনি কাজ শিখবেন বা কোর্স করবেন তারপর ফাইবারে কাজ করবেন