Tuesday , 8 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল

প্রতিবেদক
Eman Ahmed
November 8, 2022 6:39 pm

বড় দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সেই অর্থে। লিভারপুলের ইনফর্ম ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর জায়গা পাননি, সেটা নিয়ে কথা হচ্ছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এ ছাড়া মোটামুটি অনুমিতদেরই রেখেছেন তিতে।

গত এক বছরে যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন, তাদের প্রায় সবাইকেই ডেকেছেন তিতে। এই দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিনেলি, টটেনহামের রিচার্লিসন- কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো সময় কাটাচ্ছেন। এর মধ্যে কয়জনকে বা কাকে তিতে খেলাবেন সেটাই প্রশ্ন। নেইমারসহ মোট চারজনকে বেছে নিতে পারেন তিতে। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন কাসেমিরো, ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।

তবে ব্রাজিলের মূল সমস্যা ফুলব্যাক। দানি আলভেস ৩৯ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন। দানিলো, অ্যালেক্স সান্দ্রো, তেলেস কেউই এখন ঠিক টপ ফুলব্যাক নন। সেক্ষেত্রে মিলিতাওকে মেকশিফট ফুলব্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তিতে।

ওদিকে সেন্ট্রাল ডিফেন্সের দুইটি জায়গা মোটামুটি পাকা। মার্কিনিওসের সাথে মিলিতাও খেলবেন, আর মিলিতাও রাইট ব্যাক হলে থিয়াগো সিলভা আছেন বিকল্প। আর গোলরক্ষক হিসেবে এলিসন আর বিকল্প এডারসন তো আছেনই।

পেদ্রো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর হয়ে পারফর্ম করে। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি গোল করেছেন এই ফরোয়ার্ড। সে কারণেই ব্রাজিল কোচ তিতের চোখে পড়েন। তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁকে খেলার সুযোগ করে দেন তিতে। সে ম্যাচে ভালোই খেলেছেন পেদ্রো।

পেদ্রো একাদশে জায়গা পাওয়া নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনার পুরোটা জুড়েই ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতানো, ‘আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা, সবাই অসাধারণ ফুটবলার। জায়গা পাওয়া নিয়ে চিন্তা নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখুন, কিসের মধ্যে দিয়ে আমি গিয়েছি। চোটের কারণে দলে ডাক পাচ্ছিলাম না। ফ্ল্যামেঙ্গোতেও বাজে সময় কাটিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, এই সুযোগটা পেয়েছি। এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ, আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই।’

বিশ্বকাপের জন্য কাল ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে আছেন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা পেদ্রো। ব্রাজিলের হয়ে মাত্র ২ ম্যাচে খেলেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। নিঃসন্দেহে কালকের দিনটা ২৫ বছর বয়সী এই তরুণের জন্য বিশেষ দিন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পেদ্রো।

পেড্রো তার ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছিলেন, চোটের কারণে পারেননি। ক্যারিয়ারের খারাপ সময়গুলোয় প্রেমিকাকে সব সময়ই পাশে পেয়েছেন।

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পর সে কথা ভোলেননি পেদ্রো, ‘এটা বিশেষ দিন, এখন আরও বিশেষ হলো। বিশ্বকাপ দলে ডাক পেয়েছি, শৈশব থেকে এই স্বপ্নই দেখেছি। আমার প্রেমিকা আমার খারাপ সময়ে পাশে ছিল। এই দিনটা আমার আজীবন মনে থাকবে।’

বড় দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সেই অর্থে। লিভারপুলের ইনফর্ম ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর জায়গা পাননি, সেটা নিয়ে কথা হচ্ছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এ ছাড়া মোটামুটি অনুমিতদেরই রেখেছেন তিতে।

গত এক বছরে যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন, তাদের প্রায় সবাইকেই ডেকেছেন তিতে। এই দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিনেলি, টটেনহামের রিচার্লিসন- কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো সময় কাটাচ্ছেন। এর মধ্যে কয়জনকে বা কাকে তিতে খেলাবেন সেটাই প্রশ্ন। নেইমারসহ মোট চারজনকে বেছে নিতে পারেন তিতে। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন কাসেমিরো, ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।

তবে ব্রাজিলের মূল সমস্যা ফুলব্যাক। দানি আলভেস ৩৯ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন। দানিলো, অ্যালেক্স সান্দ্রো, তেলেস কেউই এখন ঠিক টপ ফুলব্যাক নন। সেক্ষেত্রে মিলিতাওকে মেকশিফট ফুলব্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তিতে।

ওদিকে সেন্ট্রাল ডিফেন্সের দুইটি জায়গা মোটামুটি পাকা। মার্কিনিওসের সাথে মিলিতাও খেলবেন, আর মিলিতাও রাইট ব্যাক হলে থিয়াগো সিলভা আছেন বিকল্প। আর গোলরক্ষক হিসেবে এলিসন আর বিকল্প এডারসন তো আছেনই।

সর্বশেষ - বিনোদন