Wednesday , 9 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

মাথার চুল পরা বন্ধ রাখতে কি করনিয়।

প্রতিবেদক
Eman Ahmed
November 9, 2022 11:16 pm

📣কেমন হবে বলুন তো যদি একটি তেলের মাঝেই মিশ্রিত থাকে চুলের যত্নে প্রয়োজনীয় সকল অত্যাবশ্যক উপাদানের মিশ্রণ? এক কথায় একের ভেতর একশো! আর সেই প্রত্যাশাকেই বাস্তবে রুপ দিয়েছে এবার,
Organic Care! আমি নিয়ে এসেছি এই প্রথম এমন এক হেয়ার অয়েল যাতে রয়েছে সহজলভ্য থেকে দুর্লভ হার্বস ও সেরা কিছু অর্গানিক ইনগ্রিডিয়েন্টস এর সমষ্টি। এই অয়েল চুলের জন্য কমপ্লিট ফুল প্যাকেজ বলা যেতে পারে। এতে থাকা উপাদানগুলো আপনার চুলের গোড়ায় গোড়ায় এতোটা পুষ্টি সঞ্চার করে যাতে করে চুল হয়ে উঠে মজবুত, ঘন, কালো ও লম্বা। শুধু তাই নয় পাতলা, দুর্বল চুলগুলোতেও প্রটিন যোগায়।
তাই এখন আর খুঁজে বেড়াতে হবে না, আপনাকে কোন কোন উপাদান সমৃদ্ধ তেল আপনার চুলের জন্য পারফেক্ট হবে। কারণ চুলের জন্য প্রয়োজনীয় সকল উপাদানের সমষ্টি নিয়েই তো হাজির হয়েছি আমরা আপনাদের কাছে।

📌home made organic hair Oil
এর রেগুলার ব্যবহারে :
★ নিয়মিত ব্যাবহারে চুল পড়া কমে আসবে।
★ নতুন চুল গজাবে।
★ রুক্ষ, নিষ্প্রাণ চুলেও প্রাণ সঞ্চার হবে।
★ আগা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন কার্যকরী ভাবে।
★ চুলের উজ্জ্বলতা ফিরে আসবে।
★ যাদের চুলগুলো ভীষণ পাতলা তারা এই সমস্যার সমাধান পাবেন। কারণ নতুনগুলো মোটা ও ঘন হয়ে গজাবে।
★ চুলের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি হবে।

উপাদান সমূহঃ
আমলকি, অ্যলোভেরা, কারিপাতা,থানকুনি পাতা,,তুলশি পাতা,গলাপ ফুল, বেলি ফুল, মেথি, জবা ফুল, সজনে পাতা, পেয়াজ, আদা, মেহেদী পাতা,রশুন, তেজপাতা, পেয়ারা পাতা, লেমল গ্রাস,
নারিকেল তেল, তিসি তেল, কাটবাদম তেল, কালোজিরা তেল,
নিম তেল, ক্যাষ্টর ওয়েল সহ আরও ৩৯+ হার্বস দিয়ে তৈরী আমার এই তেল।
❤️সপ্তাহে মাত্র তিন-চারদিন রাতে এই হার্বাল অয়েলের ১৫-২০ মিনিটের অয়েল ম্যাসাজ আপনার চুলকে রাখবে পরবর্তী কয়েকদিনের জন্য ঝরঝরে, সিল্কি ও সফট।
🍎দেরী না করে যথাসম্ভব দ্রুত আপনার অর্ডার কনফার্ম করুন। হতে পারে চুল পড়ার সমস্যার সকল সমাধান এবার আপনি পেতে চলেছেন এই হেয়ার অয়েল ব্যবহারের মাধ্যমে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ‌
একদিন ব্যবহার করে এক আপু রিভিউ দিয়েছে চুলের এতটা পরিবর্তন সত্যি নিজের বিশ্বাস হচ্ছে না যে এই তেল এত ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আমার পরিশ্রম সার্থক হয়েছে যখন অন্যের মুখে এই তেলের প্রশংসা শুনি সত্যি অনেক ভালো লাগছে আল্লাহর অশেষ রহমতে সবার দোয়া আছে
সবাই আমার জন্য দোয়া করবেন যারা এই তেল ব্যবহার করে নি তারা একবার বিশ্বাস করে এই তেল ব্যবহার করুন ❤️❤️ সবাই উপকার পাবেন ।
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন
আমার অর্গানিক হেয়ার অয়েল ও হোম মেইড হেয়ার প্যাক ১০০% কাজ করে আমি কোন মিথ্যা দিয়ে এগিয়ে যেতে চাই না আমার সততা আমার পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে চাই । আমার প্রোডাক্ট কাজ না করলে সেটা কখনোই সেল দিব না কারণ সবাই কষ্ট করে টাকা একটা শখ করে কিনবে সেটা যদি ভালো না হয় তাহলে তার ক্ষতি করা হয়
(অসাধারণ তেল )

২০০ মিলি ব্যবহার করলেই আর কিছু লাগবে না
এটা বড়ো চুলে ১ মাস ১০ দিন + যাবে এবং ছোট চুলে ২ মাস ।

❤️❤️যদি কেউ প্রমাণ করতে পারেন কাজ হয় নি ক্যাশ ব্যাক করা হবে। ❤️❤️

উপকারিতা : পাকা চুল কালো করবে ১০০%
🌺চুল পড়া বন্ধ করে
🌺নতুন চুল বৃদ্ধি করে
🌺চুল দ্রুত লম্বা করে,
🌺চুল আগাফাটা রোধ করে,
🌺চুল খুসকি ও উকুন মুক্ত রাখে,
🌺চুল ঘন,কালো ও সিল্কি করে,
🌺চুলকে স্বাস্থ্যোজ্জল ও আকর্ষণীয় করে তোলে।

তেলে কোন সাইড ইফেক্ট নাই,এলার্জিতে কোন সমস্যা হয় না।
ছেলে ও মেয়ে উভয়ে ব্যবহার করতে আপারবেন

সর্বশেষ - বিনোদন