Thursday , 10 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

ইংল্যান্ড এর কাছে লজ্জাজনক ভাবে হার ভারতের

প্রতিবেদক
Eman Ahmed
November 10, 2022 2:45 pm

জস বাটলার এবং হেলসের ১৭০ রানের পাটনারশীপে ভারতকে ১০ উইকেটের লজ্জাজনক ভাবে হারিয়ে ফাইনালে চলে গেলেন ইংল্যান্ড।

অভিনন্দন ইংল্যান্ড ক্রিকেট টিম।
বেশি কিছু না…
ভারত কে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। অন্যাদিকে বাংলাদেশের সাথে চুরির ঝালটাও মিটলো। অভিনন্দন ও ধন্যবাদ বাটলার – হেলস বাহিনী কে।
ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড ।

রবিবার এমসিজিতে শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে পাকিস্তানের
ভারত-পাকিস্তানকে ফাইনালে দেখতে চাইনা।সুতরাং সেটা যেনো না হয়।সেটা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা চালিয়ে যাবো—জস বাটলার।

বাটলারের এমন কখায় বুঝা যাচ্ছে যেভাবেই হোক ভারতকে হারাবেই ইংল্যান্ড।
কিন্তু এ কি!

ভারত মানেই নাকি আইসিসি! আইসিসি নাকি ভারতকে ট্রফি জেতানোর জন্যই সব ছক কষে বসে আছে?

আইসিসি না ভারত-পাকিস্তান ফাইনাল করাবে বলে পাকিস্তান কে ভুল সিদ্ধান্তে জিতিয়েছিলো?

দুইদিনের ব্যবধানে ফেসবুক বোদ্ধারা এরকম রঙ পালটে নিলো কিভাবে?

খেলতে হইলে এমন ই খেলতে হবে। সামনে ভারত থাকুক, অষ্ট্রেলিয়া থাকুক আর পাকিস্তান থাকুক। জাস্ট তুলোধুনা করে ছেড়ে দিতে হবে।

আগে এমন খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তবেই দেশের ক্রিকেটের উন্নতি হবে। আগেও বলছি, এখনো বলতেছি।

প্রত্যেকটা ম্যাচ শেষে যেমন প্লেয়ার রা কান্দে, তেমন এদের ফ্যানবেস কান্দে। দশহাতের একহাত, অযুহাত না খুজে, নিজেদের উন্নয়নে বাংগালি মন দিলে, দেশের আসলেই কিছু একটা হইতো!

বিঃদ্রঃ খেলার টাইমে চ্যাগায়ে ঘুমায় থাকার জন্য স্ট্যাটাস দেয়া হয়নি। নইলে আগেই এসকল হিপোক্রেটদের জন্য চলে আসতাম।

এডিটঃ ফেসবুকে এখন নতুন থিওরি দেখলাম যে ইংল্যান্ড মোড়ল বলে ভারত পারেনাই চুরি করতে। এতদিন ছিলো খালি ভারত মোড়ল, বাকিদের জাস্ট প্রতিযোগিতা করানোর জন্য খেলাচ্ছে। আজকে হুট করে অনেক মোড়ল চলে আসছে। সে হিসাবে অষ্ট্রেলিয়া মোড়ল কিভাবে গ্রুপ থেকেই বাদ পড়ে, আর পাকিস্তান মোড়ল কিভাবে ফাইনাল খেলে, কোন হিসাব ই মেলেনা।

ভাইরে, এসব মোড়ল থিওরি খুজে লাভ কি? এতসব মোড়লের ভীড়েও, ওয়েস্টইন্ডিজ সহ আরো দলের ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের আছে শান্ত!

টি-২০ ২০২২ বিশ্ব কাপে ২য় সেমিফাইনালে ভারত কে ১০ উইকেট হারিয়ে টি-২০ ২০২২ বিশ্ব কাপে ফাইনালে ইংল্যান্ড,,🏏

টি-২০ ২০২২ বিশ্ব কাপ থেকে মগো পাশ্ববর্তী এলাকা ভারত বিদায়,,ব্যাড লাক টিম ভারত,,

ভারত,,১৬৮/৬ (২০)
ইংল্যান্ড,,১৭০/০ (১৬)

অভিনন্দন টিম ইংল্যান্ড
ভারত নামক দেশটি ক্রিকেটের কলঙ্ক!তর্কের খাতিরে ধরেই নিলাম ক্রিকেট ভদ্র লোকের খেলা,কিন্তু যখন ভারতীয় টিম খেলে,তখন মনে হয় যে,ক্রিকেট নিছক একটি চোর-ডাকাতের খেলা।আজকের এই নির্লজ্জ পরাজয়,তাদের বীগত ম্যাচগুলোর পাপের শাস্তি স্বরুপ।

অভিনন্দন টিম ইংল্যান্ড কে।

সীমান্তের ওপাশ থেকে কান্নার শব্দ আসতেছে
অভিনন্দন।
ইংল্যান্ড
ভারত কে বিনা উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড
কমিটির দলকে এভাবে অপমান করা ঠিক হয়নি আইপিএল থেকে ইংল্যান্ড কে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি
মাসুদুর রহমান মুকুলের বিশ্বকাপে আম্পায়ার হিসেবে না থাকার বড় কারন ওনি বাংলাদেশী ।

আইসিসির এলিট ক্লাবের আম্পায়ার যদি ৩২ ক্যামারার সাহায্যে নিয়েও বিতর্কিত সিদ্ধান্তে দিতে পারে না মাসুদুর রহমান মুকুল কি দোষ করেছে …???
বিশ্বকাপের মতো আসরের যেখানে বিশ্ববাসী তাকিয়ে থাকে আম্পায়ারদের দিকে , সেখানে বিতর্কিত ও পক্ষপাতী পূর্ণ সিদ্ধান্ত যারা দেয় তারা কিভাবে এলিট ক্লাবের আম্পায়ার হয় …???
আমাদের বোর্ড সভাপতি আইসিসি সভা শেষে বড় গলায় কিভাবে বলে ,,, আইসিসি আমাদের ভালো দৃষ্টিতে দেখে আমাদের কথা বিশেষ ভাবে চিন্তা করে ।
কত বড় মাথা মোটা

ছোটবেলা থেকেই ইংরেজদের শাসন এবং শোষণের কথা শুনে এসেছি! আজ দেখলাম, সত্যিই অনেক নির্মম, নির্দয় ওরা।এমনে কেউ কাউকে পিটায়……

ফ্যাক্টঃইন্ডিয়া বনাম ইংল্যান্ড!

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ১৮ ম্যাচ খেলে ১২ জয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে। সমান ম্যাচ খেলে ১৩ জয়ে ইন্ডিয়া রয়েছে ১ নম্বরে। আসা করছি আগামি ম্যাচ গুলো ভালো খেললে পয়েন্ট টেবিলের ১ নম্বরে চলে আসবে #Bangladesh
আমি শুধু এত টুকু বলতে চাই ২০২২ সালের T20 World Cup এর হার নিয়ে ভেংগে পড়বেন না। মনে রাখবেন বাংলাদেশ ওয়ানডে বিশ্বের সেরা একটি দল। T20 সেরা না। ২০২৩ সালে কি হতে চলেছে সেটা একবার ভেবে দেখুন। সাকিব, তামিম, মাহামুদুল্লাহ, মুসফিক, লিটন তাসকিন, মুস্তাফিজ সবাই রয়েছে।
কল্পনা করুন ওয়ানডেতে কতটা শক্তিশালি দল বাংলাদেশ। সত্যি বলছি ২০২৩ আমাদের সেরা বছর হতে চলেছে।

অপেক্ষা করুন ভালো কিছুর জন্য।

সর্বশেষ - বিনোদন