টি_টোয়েন্টি বিশ্বকাপে আবার ও চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছিল।
রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় ২ টায় টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন ধল পাকিস্তান।
একেরপর এক উইকেটে হারয়ে দিশে হারা হয়ে যায় পাকিস্তান।
নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।
১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা দখল করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৭ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৬ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করে ফেরান তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৪৬ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা এলেক্স হেলসকে এদিন মাত্র ১ রানে সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি।
ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টল কে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন ফিল স্টল।
জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড এর অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন জস বাটলার। তার বিদায়ে ৫.৪ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন বেন স্টোকস। এরপর হ্যারি ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংলিশরা
১৩তম ওভারে শাদাব খানের বলে লং অফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি দেখে শুনে তালুবন্দি করতে যেয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন আফ্রিদি।আর তাতেই
তখনই চোটাক্রান্ত হন পাকিস্তানের এই তারকা পেসার আফ্রিদি। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন আফ্রিদি
আফ্রিদি থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো
অভিনন্দন টিম ইংল্যান্ড
ব্যাড লাক পাকিস্তান
কে হাসবে শেষ হাসি এই নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই অবশেষে তার অবসান ঘটালো ইংরেজ রা
পাকিস্তান এর দেয়া ১৩৮ এর টার্গেটে খুব সহজভাবে হারিয়ে শিরোপাজয়ী ইংল্যান্ড
পাকিস্তান এই বোলিং লাইনাপ টা আজীবন মনে রাখবে বিশ্ব,এত ছোট টার্গেট দিয়েও এভাবে ফাইট করা যায়
পাকিস্তান অনেক ভালো চেষ্টা করেছে, এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা “পাকিস্তান কে।
হাসির আরেকটা কাহিনি শুনুন আজ বাঙ্গালীরা কোন দল সমর্থন করতেসেন?
২০০ বছর শাসন করা ইংরেজদের
নাকি
৩০ লক্ষ জীবন নেওয়া পাকিস্তান কে?
বড় ম্যাচে বড় তারকা স্টোক্স
অভিনন্দন ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ড কে
পাকিস্তান কে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২২ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড
#T20WorldCup22
মনের আশা পুর্ন হয়ছে
অভিনন্দন ইংল্যান্ড টিম
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। অভিনন্দন ইংল্যান্ড.
ইংল্যান্ড কি জিনিস আবারও প্রমাণ করল।
কি অবস্থা পাকিস্তান হানাদার বাহিনীর
মাল খেয়ে টাল হয়েছেন না কি বাল স্টোক করে হাসপাতালে গেছেন। আর কি অবস্থা রমিজ মিয়া, কথা কন হাফ লেডিসের মতো মুখ সামলিয়া। রমিজ মিয়া কথা কন হাচা নেহি আমি কই না ভ্যাগ গুলে কয় পাকিস্তান না কি জঙ্গি।
ইন্ডিয়ার আছে অনেক কিছু, তোমাদের আছে কাটার ব্লেড।
ইশ পাকিস্তান কে লাগালো ইংল্যান্ড
কিং অফ ক্রিকেট ভিরাট
লা লা লা ল লা ——————-
হে হে হে হে হে ———————-
পাকিস্তান কে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড
বিগ ম্যাচ প্লেয়ার বেন স্টোকস
চাপের সময় ঠান্ডা মাথায় খেলে কিভাবে দল কে জিতাতে হয় সেটা সে ভালো করে জানে
অভিনন্দন
ব্যাডলাক পাকিস্তান
শাহীনের ইঞ্জুরী টা খুব বড় ক্ষতি করছে
তারপরে ও,,,,,
বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত বিনোদন দেয়ার জন্য ধন্যবাদ গ্রীনটিম
–
পাকিস্তান টিম’কে নিয়ে যতটা আশাবাদী ছিলাম,
________তারচেয়েও বেশি দিয়েছে শাদাব, বাবর,শাহীনরা।
__দাদার শত্রু ইংল্যান্ড__
__বাবার শত্রু পাকিস্তান…..
__আমাদের শত্রু ইন্ডিয়া…..
যারা এখনও #সমালোচনা করছে, বা করবে তারা পাকিস্তান টিম চ্যাম্পিয়ন হলেও সমালোচনা করবেই।
বুক নিঙড়ানো ভালবাসা নিয়ে শুভকামনা জানাই টিম পাকিস্তান’কে
এটা সত্য যে শাহীন এর ইঞ্জুরি টা পাকিস্তান কে ভুগাইছে।
ইংল্যান্ড যেভাবে হেসে খেলে ৬ বল হাতে রেখে জিতে গেল, শাহীন এর ইঞ্জুরি টা না হইলে হয়তো আরেকটু ফাইট হইতো এবং ইংল্যান্ড শেষমেশ ১ ওভার হাতে রেখে জিততো।।