Tuesday , 22 November 2022 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

আর্জেন্টিনার খেলা দেখার সময় কুমিল্লায় একজনের মৃত্যু

প্রতিবেদক
Eman Ahmed
November 22, 2022 9:50 pm

আর্জেন্টিনার খেলা দেখার সময় কুমিল্লায় একজনের মৃত্যু

আর্জেন্টিনা- সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লার বুড়িচংয়ে জাবেদ কাউছার কাকন( ৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । মঙ্গলবার( ২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে ।
আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লায় কাউসার জাবেদ কাকন( ৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । খেলার মাঝামাঝিতে বুকে ব্যথা নিয়ে চেয়ার থেকে পাশে পড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন জেঠাতো ভাই নেসার আহমেদ । তার কোলেই জাবেদ কাকনের মৃত্যু হয় । মঙ্গলবার( ২২ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে । খেলা দেখার সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত( ওসি) মারুফ রহমান ও জাবেদ কাকনের জেঠাতো ভাই নেসার আহমেদ । জাবেদ কাকন বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে ।.

আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লায় কাউসার জাবেদ কাকন( ৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । খেলার মাঝামাঝিতে বুকে ব্যথা নিয়ে চেয়ার থেকে পাশে পড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন জেঠাতো ভাই নেসার আহমেদ । তার কোলেই জাবেদ কাকনের মৃত্যু হয় । মঙ্গলবার( ২২ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে । খেলা দেখার সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত( ওসি) মারুফ রহমান ও জাবেদ কাকনের জেঠাতো ভাই নেসার আহমেদ । জাবেদ কাকন বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে ।.

কয়েকটি গণমাধ্যমে বলা হয়, জাবেদ একজন আর্জেন্টিনার সমর্থক । খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ায় তিনি মারা যান ।

তবে জাবেদের জেঠাতো ভাই নেসার আহমেদ এই খবরকে গুজব বলেন । আর পুলিশও বলছে এটা স্বাভাবিক মৃত্যু ।

নেসার আহমেদ জাগো নিউজকে বলেন, ভাইয়া আমার কোলে মারা গেছেন । তিনি খেলাধুলায় তেমন আগ্রহী ছিলেন না । গ্রামের বাড়িতে আমরা যখন টিভিতে আর্জেন্টিনার খেলা দেখছিলাম, ভাইও আমাদের সঙ্গে এসে বসেন । খেলার মাঝে ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন । এ সময় আমি তাকে ধরে ফেলি । তখন তার মুখ থেকে লালা বের হচ্ছিল । আগে থেকেই তিনি অ্যাজমা ও হার্টের রোগী ছিলেন ।
আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার জাভেদ কাকন( ৪০) নামে এক সমর্থক মারা গেছেন ।
মঙ্গলবার( ২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে ।

কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা । গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখছিলেন তিনি ।
বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক । মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন । খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন । কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ।
সূত্রঃ আর টিভিজাবেদের ভাই আরও বলেন, ঘটনার সময় ইনহেলার এনে আমি তার মুখে দিয়েছি । পরে স্থানীয় চিকিৎসককে ডাকা হলে তিনি মৃত বলে জানান । এরপরও আমরা তাকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই । সেখানেও চিকিৎসকরা জানান ভাই মারা গেছেন । আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে তিনি মারা গেছেন এটি মিথ্যা ও গুজব ।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মারুফ রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । যতটুকু জেনেছি খেলা চলাকালে তিনি মারা গেছেন । এটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায় ।

সর্বশেষ - বিনোদন