গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পেনের সাথে ড্র করে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলো অচেনা জার্মানি । সোমবার( ২৮ নভেম্বর) রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে খেলা শুরু হয় । নির্ধারিত সময় ১- ১ গোলে ড্র হয়
বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ড্র করেছে স্পেন- জার্মানি । আল বাইত স্টেডিয়ামে ‘ ই ’ গ্রুপের ম্যাচে ১- ১ গোলে ড্র হয়েছে । শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে জার্মানির হয়ে গোল করেন ফুলক্রুগ । ফলে বিশ্বকাপে টিকে রইলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা । ২০১৪ বিশ্বকাপ জয়ের পরের ২০১৮ বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি ।
শক্ত প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে প্রথম একাদশে বদল করেন জার্মানির কোচ ফ্লিক । কাই হাভার্ৎজকে বসিয়ে স্ট্রাইকার হিসাবে খেলান টমাস মুলারকে । শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো স্পেন । পাল্টা আক্রমণ শানাতে থাকে জার্মানিও ।
শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি- স্পেন । তবে সুযোগ তৈরি করেছে দুই দলই । আক্রমণ- পাল্টা আক্রমণে এগিয়ে যায় দুই দলের লড়াই ।
৪০ মিনিটের মাথায় কিমিখের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন রুডিগার । তার উচ্ছ্বাস শেষ না হতেই অফসাইডের বাশি বাঁজান রেফারি ।
মাত্র ৭ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো স্পেন । কিন্তু দানি ওলমোর দুর্দান্ত শট নুয়্যারের হাত ছুঁয়ে বারে লাগলে গোল বঞ্চিত হয় স্পেন । ২৩ মনিটে আবারো গোলের সুযোগ পায় স্পেন । এবার জর্দি আলবার ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায় । জার্মানি সুযোগ পায় এর দুই মিনিট পর । ২৫ মিনিটে গ্যানাব্রির শট গোলবারের অনেক দূর দিয়ে চলে যায়
৪১ মিনিটে ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত আসে এন্টনিও রুডিগারের কল্যাণে । ফ্রি কিক থেলে বাড়ানো বলে রুডিগার গোল করলে রেফারি ভিএআর এর কল্যাণে অফসাইডের সিদ্ধান্ত দেয় ফলে গোলবঞ্চিত হয় জার্মানি । ম্যাচের শেষ দিকে স্পেন কিছু চেষ্টা করলেও তা জার্মান রক্ষণভাগে প্রতিহত হলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল ।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় আলভারো মোরাতা । টানা দ্বিতীয় ম্যাচে বদলি নেমে গোল পেলেন স্প্যানিশ ফরোয়ার্ড । বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার পাস খুঁজে নেয় মোরাতাকে । ডান পায়ে ফ্লিকে বল জালে পাঠাতে ভুল হয়নি তাঁর ।
বিরতি থেকে ফিরে খেলায় গতি বাড়ায় জার্মানি ও স্পেন । ৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখায় পায় স্পেন । বদলি হিসেবে নেমে বুসকেটসের বাড়ানো বলে দারুণ শটে গোল করে দলকে ১- ০ ব্যবধানে এগিয়ে দেন মোরাতা ।
৭৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় জার্মানি । কিন্তু মুসাইলার শট দারুণভাবে রুখে দেন উনাই সিমন । অবশেষে ৮৪ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান ফুলক্রুগ । জামাল মুসাইলার পাস থেকে বল পেয়ে ডি বক্সের সামান্য ভেতর থেকে দারুণ শটে পরাস্ত করেন উনাই সিমনকে । শেষের দিকে গোলের আরো চেষ্টা করলেও গোল পেতে ব্যর্থ হয় জার্মানি । ফলে ১- ১ গোলের সমতায় থেকেই ম্যাচ শেষ করে তারা ।
আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত জার্মানি- স্পেন ম্যাচের প্রথমার্ধ খুব একটা উত্তেজনা ছড়াতে পারেনি । প্রথমার্ধের পুরো সময়ে দুদল মিলে অনটার্গেটে শট নিতে পেরেছে মাত্র দুইবার । কিন্তু কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেন । অন্যদিকে শুরুটা ভালো হয়নি জার্মানির । নিজেদের প্রথম ম্যাচে জাপানেন কাছে হেরেছে ২- ১ গোল ব্যবধানে । ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ।
বিশ্বকাপে এর আগে দুই দল চারবার মুখোমুখি হয়েছে । যেখানে জামার্নি তিন ম্যাচে ও স্পেন এক ম্যাচ জিতেছে । শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে । দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই ম্যাচে জার্মানিকে ১- ০ গোলে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছিল ।
আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত জার্মানি- স্পেন ম্যাচের প্রথমার্ধ খুব একটা উত্তেজনা ছড়াতে পারেনি । প্রথমার্ধের পুরো সময়ে দুদল মিলে অনটার্গেটে শট নিতে পেরেছে মাত্র দুইবার । কিন্তু কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেন । অন্যদিকে শুরুটা ভালো হয়নি জার্মানির । নিজেদের প্রথম ম্যাচে জাপানেন কাছে হেরেছে ২- ১ গোল ব্যবধানে । ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ।
ম্যাচের সপ্তম মিনিটে গোল করার বড় সুযোগ পায় স্পেন । কিন্তু ওলমোর নেয়া শট রুখে দেন ম্যানুয়েল নুয়্যার । ২৩তম মিনিটে জর্দি আলবার ডি বক্সের বাইরে থেকে নেয়া শট গোলবারের বাইরে দিয়ে চলে যায় । অন্যদিকে ২৫তম মিনিটে গ্যানাব্রির শট গোলবারের দূর দিলে গেলে গোল পায়নি জার্মানি ।
আর প্রথমার্ধের শেষদিকে গোল পেয়েই গিয়েছিল জার্মানি । কিন্তু রুডিগারের করা গোলটি ভিএআরের সহায়তার বাতিল করে দেয় রেফারি । ফলে গোলশূন্য ব্যবধানে থেকেই বিরতিতে যায় দুদল ।
স্পেন একাদশ( ফরমেশন ৪-২-৩-১)
উনাই সিমন, দানি কার্ভাহাল, রড্রি, আয়মেরিক লাপোর্ত, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, মার্কো আসেনসিও, দানি ওলমো, ফেরান টরেস