Wednesday , 8 March 2023 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন, তোলপাড় নেটদুনিয়া!

প্রতিবেদক
Eman Ahmed
March 8, 2023 5:52 pm

সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন, তোলপাড় নেটদুনিয়া!বৃহস্পতিবার সুলতানস ডাইনে কাচ্চি আনা হয়েছিল ৭টা।

খাবার সময় মাংসের হাড় দেখে সন্দেহ হল যে, এটাতো মাটন না অবশ্য ই।

মাটনের হাড় এমন চিকন হয়না‌

তখন সুনতানস ডাইনের গুলশান ২ এর নম্বরে কল দেই।
জিগ্যেস করি এটা কি মাংস ছিল?

ওনারা ২জন সহ আবার খাবার পাঠায়
সাথে ওনাদের এজিএম আশরাফ সহ আসে ।

নতুন খাবারের সাথে
আগের প্যাকের খাবারের হাড়ের সাথে এবাবের মাংসের তুলনা করতে বলি।

এ জি এম আশরাফ মানতেই নারাজ,
জেনেশুনে এমন মাংস দেয়না।

তারাবলে, তাদের কে যে ভেন্ডর মাংস দেয়, তারা আসলে কোন কিছু করতে পারে।

প্রশ্ন করা হল:- তাহলে ভেন্ডরের কাছ থেকে মাংস নেয়ার সময় কি আপনাদের মত এত বড় ব্রান্ডের কোনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার নেই?

(Picture er loktai manager)
Khaite gele dekte paben)

আপনিকি ২টা মাংস সেইম দেখতে পাচ্ছেন?

ওনারা উল্টা প্রশ্নকরে তাহলে আপনারা কি দিয়ে মিটাতে চান?
ইন্ডিরেক্টলী টাকা অফার করে এবং বলে আপনারা ঝামেলা করলে আমরাও জানি কি করতে হয়।

এরপর ৯৯৯এ কল দেই
৯৯৯বলে bsti এর নম্বরে অভিযোগ করতে।
আপনাদের ফোন করে ই-মেইল নেয়া হয়।

সুলতানস ডাইনের ম্যানেজার মালিকের সাথে কথা বলে
চলে যায়,
যাবার সময় বলে, আপনারা অভিযোগ করলে আমরা কিন্তু টাকা দিয়ে সলভ্ করব সাংবাদিক কে বলে।
আপনারা বিপদে পরবেন।
৯৯৯থেকে গুনসানের ডিএমডি পুলিশের নম্বর দেয়া হয়।
অভিযোগ জানাতে।
এটাও করি।

এখন কাল এক সাংবাদিক যুগান্তর এর আলী নাম ফোন‌করে আমায় থ্রেট করে।

আসলে দেশে কি টাকা দিয়ে কুকুর বিড়াল খাওয়ালেই তারাই জিতে?

Where is human rights and food security???

Plz action about that type brand , and destroy their evil acts

©Konok Rahman Khan🤍🤍

সুলতান ডাইনে কুত্তা বিলাইয়ের মাংস এবং অসামাজিক যোগাযোগ মাধ্যম যখন প্রতিশোধ নেওয়ার অন্যতম হাতিয়ার….

বেশিদিন আগের কথা নয়, আশুলিয়ায় আল্লাহর দান বিরিয়ানী হাউসে কুত্তার মাংশের কাচ্চি বিরিয়ানীর একটা নিউজে হৈ চৈ পড়ে গেছিলো, মনে আছে?

রাতারাতি আশুলিয়া কেন্দ্রিক একাধিক আল্লাহর দান বিরিয়ানীর শাখা বন্ধ হয়ে গেছিলো পাবলিক রোষানলে। আল্লাহর দান বিরিয়ানীর মালিক কে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিলো।

অত:পর দোকানের মাংসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরীক্ষাগারে। চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় এক মাসের মাথায় জট খুলেছিলো রহস্যের। সাভার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম পরীক্ষাগারে পাঠানো নমুনাটি ‘কুকুরের মাংস নয়’ বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলো। ততদিনে সম্মানহানি ও চরম আর্থিক লোকসানে ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে ভুক্তভোগী আল্লারদান বিরানি হাউজের মালিক পক্ষের।

আজকে সারাদিন ঢাকার অন্যতম ফুড ফ্রেঞ্জাইজ সুলতান ডাইনে কুত্তা বিলাইয়ের মাংস দিয়ে কাচ্চির অসামাজিক যোগাযোগ ক্যাম্পেইন চোখে পড়লো। নাক সিটকানো ফেসবুক ইউটিউব মিসকিনের বাচ্চারা একদম হাটুর কাপড় উঠিয়ে লাগছে বলা যায়।

এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি ফেসবুক ইউটিউব কামলা মিসকিনদের আবেগঘন ফেসবুক ষ্ট্যাটাস ভিডিও বিশ্বাস করে ধরেও নেই সুলতান ডাইনে কুত্তা বিলাইয়ের মাংস দিয়ে কাচ্চি বানাইছে, তাহলে প্রশ্ন হচ্ছে তা কোন ল্যাবে প্রমানিত হয়েছে? কোন প্রানী সম্পদ বিভাগের পরীক্ষায় প্রমানীত হয়েছে?

আসলে কি বলবো, মাঝে মধ্যে বলার ভাষা হারিয়ে ফেলি, বিশ্বাস করেন তখন চারপাশে যা দেখি তাদের কে অবিকল মানুষের মত দেখতে কুত্তা বিলাই মনে হয়।

সুলতান ডাইনে আমি খাইনি, আমি যাইনি, যাওয়া হয়নি। তার আগে আল্লাহর দান বিরিয়ানী হাউজেও আমি যাইনি তার মানে কি? কেউ একজন এসে বললো সেখানে কুত্তা বিলাই দিয়ে কাচ্চি বানায়, এটাই আমাকে বিশ্বাস করতে হবে?

সুলতান ডাইনের কেউ যদি এই ষ্ট্যাটাস পড়ে তাদের প্রতি অনুরোধ করবো, যেদিন থেকে এটা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে, তার আগে ২৪/৪৮/৭২ ঘন্টার মধ্যে সকল শাখার সিসিটিভি ফুটেজ গুলো চেক দেন, খুজে বের করুন সুলতান ডাইনের কোন কর্মকর্তা কর্মচারীর সাথে মিনিমান কাইজ্জা ঝগড়া হয়েছিলো কি না কোন ব্যাক্তির। তার ছবি প্রকাশ করুন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করুন। এটার সুষ্ঠ একটা সুরাহা দরকার। না হলে এভাবে একের পর এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এরকম হতেই থাকবে। একটা প্রতিষ্ঠান দাড় করানো যে কত কষ্টের তা এইসব ফেসবুক ইউটিউব কামলা মিসকিনেরা বুঝবে না।

সর্বশেষ - বিনোদন