Tuesday , 4 April 2023 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. প্রবাস জীবন
  4. ফ্রিল্যান্সিং
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনৈতিক

হেলিকপ্টার দিয়েও আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বিমানবাহিনী

প্রতিবেদক
Eman Ahmed
April 4, 2023 10:59 am

 

রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ৭০ জন যুব স্বেচ্ছাসেবক। ভোরে বঙ্গবাজারে আগুন লাগার পরপরই সোসাইটির জাতীয় সদরদপ্তর, ঢাকা সিটি ইউনিট ও ঢাকা জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে, ধোঁয়াচ্ছন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ও উৎসুক জনতার ভিড় সামলাতে সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকরা।

এছাড়াও ঘটনাস্থলে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ ধোঁয়া থেকে বাঁচতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

গভীরভাবে শোকাহত সেই সব মানুষের জন্য যারা ধার-দেনা করে তাঁদের সর্বোচ্চ পুঁজি খাটিয়েছিল বঙ্গবাজারে ঈদের মার্কেট ধরবে বলে। বঙ্গবাজার এক ঐতিহ্যের নাম। অসহায় নিন্ম এবং মধ্য বিত্তের আশার স্থল। আজ পুরো বাজার পুড়ে ছাই হয়ে গেল।

আল্লাহপাক আবার তাঁদের ঘুরে দাঁড়াবার শক্তি দান করুন।

কে আগুন লাগিয়েছে, কিভাবে লাগল, কেন লাগল, সেগুলোর বিচার যদিই করতেই হয়, সেটা আল্লাহপাকের উপর ছেড়ে দিলাম।

 

 

 

বঙ্গবাজারে আগুনঃ

দোকানিদের মালামাল সরাতে সাহায্য করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

——

 

বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীরা। আগুনে পুড়ে যাওয়া ঠেকাতে দোকানিদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে দোকানের মালামাল সরাতে তারা কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফজলুল হক মুসলিম হল এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরাও।

 

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। অমর একুশে হলের অবস্থান আক্রান্ত স্থানের অদূরে হওয়ায় আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিস বাহিনীর পানির পাইপ নির্বিঘ্ন করতেও কাজ করেছে ছাত্ররা।

এই রমজান মাসে রোজা রেখেও যারা আগুন নেভাতে এবং ব্যবসায়ী ভাই দের হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদ বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার সহ সকল কে, যারা চেষ্টা করছেন আগুন নেভাতে এবং সহায়তা করতে।
বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে আমরা শোকাহত ⬛

#SHUNNO

 

 

সর্বশেষ - বিনোদন